চাটগাঁ নিউজ ডেস্ক: সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলার তিন দিনের অনুষ্ঠান মালার প্রথম দিন ‘বিনি সুতার মালা’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল নয়টায় নগরীর সদরঘাট থেকে এই অনুষ্ঠান মালার শুরু হয়।
ভাসমান মঞ্চে সদরঘাট থেকে পটিয়া বোয়ালখালী ও কালুরঘাট এলাকার এক ঘাট থেকে অন্যঘাটে ঘুরে ঘুরে বিশেষজ্ঞের বক্তব্য, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের গান আবৃত্তি দিয়ে ৫০ কিলোমিটার ব্যাপী উভয় তীরের নদী তীরের বাসিন্দা ও নদী ব্যবহারকারীদের সচেতনতা ও প্রীতির বন্ধনে গাথা হয় বিনি সুতার মালা।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমানের সভাপতিত্বে দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আলী আব্বাস। তিনি বলেন, অতিতের স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে নাম বেনামে নদীর জমি ইজারা নিয়ে নদী দখল করেছে। আমরা বলবো আপনার নদী দখল ছেড়ে দেন। কারণ কর্ণফুলী নদী থেকে দেশের মোট রাজস্ব আয়ের দশ শতাংশ আসে। এই নদী মরে গেলে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে।
সিনিয়র সাংবাদিক আলীউর রহমান বলেন, কর্ণফুলী নদী দূর্বত্তদের কাছে সোনার রাজ হাস। এই পর্যন্ত দখলদারদের কৃত পাঁচটি রিট মামলার রায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা বহাল রাখা হয়েছে। কিন্তু তারা এতো প্রভাবশালী একই বিষয়ে বার বার রিট করেই চলেছে। তাদের সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক প্রভাববিস্তারকারী কিছু আইনজীবি। এই অবস্থা চলতে থাকলে কর্ণফুলী একদিন বুড়িগঙ্গায় পরিণত হবে। আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ফরহাদ উদ্দীন সোহাগ ছাত্র সমন্বয়ক মোঃ জুবায়ের আলম মানিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্ণফুলী উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হারুন রশীদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মীর্জা মোঃ ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ গিয়াসউদ্দিন ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বিএনপির নেতা হাজি আব্দুর রাজ্জাক, সাম্পান খেলা ও চাটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা পরিচালনা কমিটির আহবায়ক ও চরপাথর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল ও সদস্য সচিব চরপাথরঘাটা ইউনিয়ন জামাতের আমির মো মুছা মেম্বার ও জামায়াতে ইসলামী চর পাথরঘাটা ইউনিয়ন সহ—সভাপতি মাষ্টার আলী আহমদ, অনুষ্ঠান সঞ্চালনায় সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মো. সেলিম খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ, সিনিয়র যুগ্ন সম্পাদক মো. লোকমান দয়াল, অথ সম্পাদক বশির আহমদ, চরপাথরঘাটা সাম্পান চালক সমিতির সহ সভাপতি সাহাব উদ্দীন বদি, সাধারণ সম্পাদক মো কোরবান আলী, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফি, সহসাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, চট্টগ্রাম ইছানগর বাংলা বাজার ঘাট সাম্পান মালিক সমিতির কোষাধ্যক্ষ মো শাহাজান, সদরঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ইছানগর বড় সাম্পান পরিবহন মালিক সমিতির সিনিয়র সদস্য আবুল কালাম প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, ছাত্র সমন্বয়ক আরিয়ান দিদার সাইদুল ইসলাম সজিব প্রমুখ। বিশিষ্ট সংগীত শিল্পী মিলা আচায্যের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া লাকী, শারমিন আবৃত্তি করেন দিলরুবা খানম ছুটি।
চাটগাঁ নিউজ/এমকেএন