‘বিদেশ থেকে মোবাইল আনতে গুনতে হবে ৫৭ শতাংশ শুল্ক’
এনইআইআর কার্যকর

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে আগামী ১৬ ডিসেম্বরের পর অর্থ্যাৎ ১৭ ডিসেম্বর থেকে আইফোনসহ ফ্লাগশীপ মোবাইলের শুল্ক ৫৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে মোবাইলের দাম বাড়বে কমপক্ষে দুই থেকে তিনগুন। এতে বেশি ক্ষতির মুখে পড়তে পারেন প্রবাসীরা!

কারণ আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর করার পরিকল্পনা করেছে সরকার। এতে দেশের সব মোবাইল হ্যান্ডসেট বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আসবে এবং পর্যায়ক্রমে সব অনিবন্ধিত বা আনঅফিসিয়াল (গ্রে) ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, দেশে ব্যবহৃত মোবাইল ফোনের ৬০ শতাংশের বেশি আনঅফিসিয়াল বা অননুমোদিত। তবে খাতসংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা ৯০ শতাংশের কাছাকাছি—যা এ অঞ্চলের অন্যতম বৃহৎ ‘গ্রে মার্কেট’ হিসেবে বিবেচিত।

জানা গেছে, কর ফাঁকি ও প্রতারণা ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। তবে শিল্পখাতের ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংগঠনগুলোর মত, দেশের মোবাইল ফোনের বড় একটি অংশই এই গ্রে বাজারের মাধ্যমে আসে। তাই এই বাজার হঠাৎ বন্ধ করে দেওয়া অত্যন্ত কঠিন হবে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…………………..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top