বিট কর্মকর্তা সজল হত্যার প্রতিবাদে পেকুয়ায় বাপার মানববন্ধন

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও মধুখালীর জব্দকৃত বালু নিলাম বন্ধের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পেকুয়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রেস ক্লাব পেকুয়ার সামনের সড়কে শতশত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এফএম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ আন্দোলন বাপা পেকুয়ার সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুক।

ওই সময় বক্তারা বলেন, উখিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে সাজ্জাদুজ্জামান সজল নামের এক সৎ বিট কর্মকর্তাকে ডাম্পার ট্রাক চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে পরিবেশ ধ্বংসকারী বালুখেকো একটি সিন্ডিকেট। নির্মম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারও বিচার দাবী করেন তারা।

তারা আরো বলেন, সম্প্রতি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী এলাকায় বিগত কয়েক বছর আগে বনবিভাগ কর্তৃক জব্দকৃত বালু নিলাম দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। নিলাম দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখে জীব বৈচিত্র্য রক্ষায় পাহাড়ের বালু পাহাড়ে রক্ষিত রাখার দাবি জানান তারা।

এ ছাড়া অবৈধভাবে পাহাড় কর্তন, অবৈধ বালু উত্তোলন, পাহাড়ের গাছ কাটা বন্ধ করতে হবে। অন্যতায় বাপা পেকুয়া উপজেলা শাখা আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান বক্তারা । এসময় বাপা পেকুয়া উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top