প্রেস বিজ্ঞপ্তি: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক একাদশ বনাম ফটিকছড়ি রাঙ্গাপানি চা বাগান একাদশের সাথে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ফটিকছড়ি রাঙ্গাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গাপানি চা বাগান একাদশ ১ – ০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উৎফল বিশ্বাস, সিনিয়র সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উদ্দিন, ম্যাচে উভয় দলের জার্সি স্পন্সরকারী বিশিষ্ট ক্রীড়া সংগঠক সরওয়ার আলম মনি, ক্রীড়া সংগঠক প্রশণজিৎ দত্ত রাজু, চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, এ জেট এম হায়দার, দেবাশীষ বড়ুয়া দেবু, মোহাম্মদ ফারুক, রাঙ্গাপানি চা বাগানের সহকারি ব্যবস্থাপক সদরুল্লাহ পারভেজ, মোহাম্মদ জামিল, মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার।
ম্যাচ শুরুর পূর্বে মাঠে উপস্থিত অতিথি, উভয় দলের কর্মকতা ও খেলোয়াড়রা পরস্পরের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাংবাদিক একাদশ খেলোয়াড়রা হলেন, দেবাশীষ বড়ুয়া দেবু ( অধিনায়ক), গোলাম মওলা মুরাদ ( গ্লোবাল টিভি), আজহার মাহমুদ ( বাংলাদেশ প্রতিদিন), সুবল বড়ুয়া ( প্রতিদিনের বাংলাদেশ) , আবদুস সাত্তার ( খবরের কাগজ) , সুমন গোস্বামী ( এন টিভি), ইকবাল হোসেন ( চ্যানেল আই), রহমান মিজান (ঢাকা পোষ্ট) , মোহাম্মদ সুমন (কালবেলা), শাখাওয়াত হোসেন টিপু ( সময় টিভি), মুন্না ( ডিবিসি), মোহাম্মদ আরাফাত ( গোলকিপার) ।
রাঙ্গাপানি চা বাগান একাদশে খেলোয়াড় ছিলেন, শাহিদুল্লাহ, কনক মারমা, বিশ্বজিৎ নাথ, জামিল, ওয়াহিদ, ডালিম দাস, ফাহিম, রণি (গোল কিপার) নব কুমার ( অধিনায়ক), অনটু শীল, হ্নদয়, সুজন, বাপ্পি, সেলিম।
খেলা পরিচালনায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ির সাবেক ফুটবল খেলোযাড় শিবু দে। খেলায় একমাত্র গোলটি করেন কনক মার্মা।
রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উৎফল বিশ্বাস বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। খেলাধুলার মাধ্যমে চা বাগানের মানুষ আর সাংবাদিকদের মধ্যে এক প্রীতির বন্ধন তৈরি হলো আজ। এ ফুটবল প্রীতি ম্যাচে চা বাগান কতৃপক্ষের সাথে চট্টগ্রাম শহরের সাংবাদিকদের সু সম্পর্ক স্থাপন হলো। আমরা একে অপরের প্রীতির বন্ধনে আবদ্ধ হলাম। উভয়ের মধ্যে এভাবে মনের ভাব বিনিময়ের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাবো।
সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বলেন, চা বাগানের ফুটবল ম্যাচ এটা শুনতেই মনে শিহরণ জাগে। তাই আমরা চট্টগ্রাম শহর থেকে গ্রামের প্রকৃতির কোলাহলে ছুটে এসেছি। সাংবাদিকতার পাশাপাশি মনের প্রশান্তি প্রয়োজন। এরজন্য এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। বিশেষ করে মহান বিজয় দিবস উপলক্ষে এ ম্যাচ আমাদের উভয় পক্ষের মধ্যে স্মৃতি হয়ে থাকবে। এ ধরণের ফুটবল ম্যাচের আয়োজনের জন্য রাঙ্গাপানি চা বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।