বিজয় দিবসে গণঅধিকার পরিষদের র‍্যালি ও আলোচনা সভা

চাটগাঁ নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ মনোনীত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আরিফ মাহমুদের নেতৃত্বে এক জমকালো বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসের সকালে গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ আরিফ মাহমুদের সঙ্গে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পটভূমি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বর্তমান প্রেক্ষাপটের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ মাহমুদ তাঁর বক্তব্যে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ৩০ লক্ষ শহীদ ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই বিজয়ের চেতনাকে ধারণ করে আমাদের একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং দিবসটি উদযাপনে সক্রিয় ভূমিকা রাখেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top