নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিজয় টিভিকে দেয়া ১৩ কোটি টাকার চেককে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজয় টিভির নামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা ১০ কোটি টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়েছে।
এ নিয়ে গত দুইদিন অনুসন্ধানে নামে সিপ্লাসটিভির একটি টিম।
অনুসন্ধানে জানা যায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় একটি ১০ কোটি টাকার এবং একটি ৩ কোটি টাকার চেকসহ মোট দুটি চেক ইস্যু করে। তার মধ্যে ২০২৩ সালের মার্চের ২৭ তারিখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামের ব্যাংক একাউন্ট থেকে তৎকালীন ভাইস চ্যান্সেলর ড. অনুপম সেন এবং ট্রেজারার প্রফেসর একে এম তফাজ্জল হোসেনের সই করা তিন কোটি টাকার একটি চেক দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে। তবে পরবর্তী এই তিন কোটির ফেরত দেয়া হয়ে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট থেকে ১০ কোটি টাকার একটা চেক সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মালিকানাধীন বিজয় টিভিকে দেওয়া হয়েছে। এই নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখার মুনির জানান, ১০ কোটি টাকার চেকটি তৎকালীন ট্রাস্টি বোর্ড বিজয় টিভির সাথে চুক্তিবদ্ধ হয়ে মুনাফার ইনভেস্ট করেছিল। তবে এ নিয়ে আরও তদন্ত চলছে। কয়েকদিন পর একটা প্রতিবেদন দেওয়া হবে, তখন সব কিছু স্পষ্ট জানা যাবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১০ কোটি টাকা বিজয় টিভিকে কেন দেয়া হয়েছে- এই নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তার একদিন পর বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর অনুপম সেন তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি সাবেক শিক্ষামন্ত্রী ও বিজয় টিভিকে দেওয়া চেক বিষয়ে বিশদ ব্যাখা দেন। তার চম্বুক অংশ এখানে তুলে ধরা হলো-
পোস্টে তিনি লেখেন- ফেসবুকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত কয়েকটি চেকের ছবি প্রকাশের কারণে বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিয়ে জনমানসে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তি দূরীকরণে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করা প্রয়োজন মনে করছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিশাল ব্যয় নির্বাহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৪৪ (৩) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ নির্ধারিত শর্তে বিভিন্ন নিবন্ধিত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এরই ধারাবাহিকতায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নিবন্ধিত “স্বাধীন সাসটেইনেবল লাইভলিহুড ট্রাস্ট (এসএসএলটি)” নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে গত ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এক বছরের জন্য ৬% সুদ হারে ৪ কোটি টাকা বিনিয়োগ চুক্তি করা হয়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিনিয়োগকৃত টাকার মধ্যে ২ কোটি টাকা ছাড়াও বিনিয়োগের বিপরীতে বার্ষিক লভ্যাংশ ২৪ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা দিয়েছে।
ড. অনুপম সেন আরও বলেন, ২০২৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এক মামলার রায়ের প্রেক্ষিতে সরকার দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫% হারে আয়কর ধার্য্য করে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকেই এই টাকা পরিশোধ করতে হয়। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী স্বপ্রনোদিত হয়ে সরকারের আরোপিত এই বিপুল অঙ্কের করের বোঝা কিছুটা লাঘবের উদ্দেশ্যে নিবন্ধিত স্যাটেলাইড টিভি চ্যানেল বিজয় টিভিকে বার্ষিক ১৫% সুদ হারে ১২ মাস বা এক বছরের জন্য ১০ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে বিজয় টিভি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিন শত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে এই বিষয়ে একটি দ্বিপাক্ষিক ঋণ চুক্তিপত্র সম্পাদিত হয়। পরে চুক্তিপত্রের প্রেক্ষিতেই বিজয় টিভিকে ১০ কোটি টাকার একটি ক্রস চেক প্রদান করা হয়। দ্বিপাক্ষিক ঋণ চুক্তিপত্রটির মেয়াদ শেষ হবে আগামী চলতির বছরের ২ মে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ৭ মে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বোর্ডের চেয়ারম্যানের নামে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য ৩ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল। অবশ্য কোভিট পরিস্থিতি ও অন্যান্য কারণে ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ করা সম্ভব হয়নি। ফলে কোন ব্যয় না হওয়ায় পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সেই ৩ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাংক হিসাবে জমা প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এসএ