বিকেলে ফেসবুক স্ট্যাটাস, রাতেই খুন রাউজানের সৌদি প্রবাসী

রাউজান প্রতিনিধি: বিকেলে দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস, সে স্ট্যাটাসের জেরে রাতেই খুন হলেন রাউজানের কমর উদ্দিন টিটু (৩৬) নামে এক সৌদি আরব প্রবাসী।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত কমর উদ্দিন টিটু রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে। যিনি এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে রাউজান হলদিয়ার আমিরহাট বাজারে ব্যবসায়ী সমিতির অফিসে বসা ও একটি পোস্টার নিয়ে সমালোচনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমর উদ্দিন নামের একজন আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা এতটুকু তথ্য পেয়েছি।

এখন (শনিবার রাত ১২ টা ৫০ মিনিট) ঘটনাস্থলে যাচ্ছি। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

নিহতের ভাবী (বড় ভাইয়ের স্ত্রী) আঞ্জুমান আরা লাকী বলেন, শনিবার ইফতার শেষে এশারের আজানের সময় কমর উদ্দিন ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পূর্বে শুনি তাকে কারা মেরেছে। হাসপাতালে নেওয়া হচ্ছে। এখন শুনতেছি মারা গেছে।

তিনি আরো বলেন, কমর উদ্দিন সৌদি আরব প্রবাসী। গত ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। ঈদের পরে সৌদি আরবের জেদ্দায় কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তার দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে প্রতিবন্ধী।

জানা যায়, কমর উদ্দিন টিটু হলদিয়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত। তিনি স্থানীয় যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ছিলেন। এই বিষয়ে জামাল উদ্দিন তালুকদার বলেন, উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন জীবন ও তার অনুসারীরা যুবদল কর্মী কমরকে পিটিয়ে হত্যা করেছে। টিটুকে প্রথমে ছুরিকাঘাত পরবর্তী মাথায় আঘাত করায় মৃত্যু হয় বলে দাবি করা হয়।

অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য ও হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন জীবন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। যে ছেলেটি মারা গেছে সে নেশা করতো। শুনেছি আগের রাতে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হলদিয়ায় আমিরহাট বাজারে প্রতিপক্ষকে ছুরিকাঘাতসহ একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রতিপক্ষের পিটুনিতে নিহত হন প্রবাসী যুবদল কর্মী কমর উদ্দিন টিটু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top