চাটগাঁ নিউজ ডেস্ক : নিজস্ব অর্থায়নে কেনা এমভি বাংলার নবযাত্রা জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC-এর আইনজীবী Stephenson Harwood LLP-এর যুক্তরাজ্যের লন্ডন অফিসে ডেলিভারি সম্পন্ন হয়েছে। ডেলিভারির পরপরই জাহাজটির দায়িত্ব গ্রহণ করেন এর মাস্টার।
এ সময় বিএসসির পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক বিমা ও দাবি, মহাব্যবস্থাপক হিসাব উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীনে অবস্থানরত বিএসসির নির্বাহী পরিচালকের (বাণিজ্য) নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নাবিকসহ বিএসসি টিম Nanyang Shipyard থেকে অনলাইনে অংশ নেন।

পাশাপাশি, বিএসসির প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালকের (প্রযুক্তি) নেতৃত্বে বিএসসি কর্মকর্তা কর্মচারীরা উক্ত ক্লোজিং কার্যক্রমে অনলাইনে সংযুক্ত ছিলেন।
কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরণক্রমে ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ডে সম্পন্ন করে জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম/পণ্য পরিবহন কাজে নিয়োজিত করা হবে।
চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য মার্কিন ডলার ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মার্কিন ডলার ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মার্কিন ডলার ৮০ দশমিক ৪০ মিলিয়নের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম।
এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত অক্টোবরে চীনা শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়া হয়েছিল এবং উক্ত জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।’
চাটগাঁ নিউজ/এসএ





