বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তেল কম দেয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এসময় বিএসটিআইয়ের মেট্টোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আর সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।
অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বেকারির মালিক মো. আলী আকবরকে ১০ হাজার ও শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন