নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ বেগম রোজী কবির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বুধবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বেগম রোজী কবির তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।
তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, বাংলাদেশ রেডক্রিসেন্ট, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, সাহিক, বিএনএসবি, শিশু একাডেমি, মহিলা ক্রীড়া সমিতি এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাথে যুক্ত ছিলেন।
বেগম রোজী কবির চট্টগ্রাম নগরের উত্তর হালিশহরে প্রখ্যাত জমিদার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণ হালিশহরের ব্যবসায়ী আবদুল মাবুদ সওদাগরের পুত্র এবং বন্দর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রামের প্রসিদ্ধ হোটেল ‘হোটেল শাহজাহান’ এবং এশিয়াটিক কটনমিল এর চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রত্নগর্ভা বেগম রোজী কবিরের দুই ছেলে দুই মেয়ে বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে অর্থনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষক এবং চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
বেগম রোজি কবিরের মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শোক প্রকাশ করেছেন|
চাটগাঁ নিউজ/ইউডি