চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির এক নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে সন্দ্বীপ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের এবং সদস্য সচিব আলমগীর হোছাইন ঠাকুর স্বাক্ষরিত উপজেলা বিএনপির বিজ্ঞপ্তিতে এই অব্যাহতি প্রদান করা হয়।
যেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রাথমিক সদস্য ও দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। অপর এক পত্রে দলীয় কর্মী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিএনপি নেতা শাহাবুদ্দিন সুমনের হাতে কর্মী জাহাঙ্গীর আলম খুনের বিষয়টিকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়, এই হত্যাকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট। এতে দলীয় কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।
এর আগে গতকাল সোমবার (২০ জানুয়ারি) উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহাবুদ্দিন সুমন জামিনের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি কর্মী জাহাঙ্গীর আলমকে মাথায় আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে শাহাবুদ্দিন সুমন পলাতক রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ