চট্টগ্রামে বিএনপির ৩ নেতা বহিষ্কার

নৌকা-ফুলকপির পক্ষে প্রচারণা

চাটগাঁ নিউজ ডেস্ক : বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার দায়ে চট্টগ্রাম নগরীর তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে এক নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ লতিফ এবং দু’জন স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত আছেন বলে অভিযোগ আছে। একই অভিযোগে দেশের বিভিন্ন উপজেলার আরও ৪ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এহেতাশামুল আজিম, বরগুনা জেলার আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোরের লালপুর থানা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল হোসেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top