চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক কিশোর। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি—চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাইদুল ইসলাম চিশতী (১৪)। সে নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা নজরুল ইসলাম বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি নগর কৃষকদলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক জানান, রেডিসন হোটেল এলাকা থেকে মিছিল বের হলে তখন সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল কিশোর চিশতী। এ সময় হঠাৎ মাথা ঘুরে সে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত কয়েকজন দ্রুত তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





