রাউজান প্রতিনিধি: বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, মাদকের ছড়াছড়ির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠন।
শনিবার (১২ জুলাই) বিকালে রাউজান উপজেলা সদরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড হতে আগত কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার মুন্সিরঘাটা দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের উত্তরে সূর্যসেন চত্বর হয়ে পূর্বে রাউজান প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্টেশনে গিয়ে একটি প্রতিবাদ সভায় মধ্য দিয়ে শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছোটন আজম ও সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, গণশিক্ষা সম্পাদক সাঈয়িদ আমান বিন রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মীর্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, রাউজান পৌরসভা যুবদল নেতা মো রেওয়াজ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব সাহাজান সাহিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান ফয়েজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল, মহিলা দল নেত্রী জেসমিন চৌধুরী লিমা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচা, উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন, মোজাম্মেল হক চৌধুরী রাসেল, সালাহ উদ্দিন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবেদ উদ্দিন জাবের, রিয়াজ চৌধুরী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম,ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, বাপ্পা কুমার দাশ, বাবু, এস এম নেওয়াজ, সোহেল খানসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে নিজেদের উপস্থিতি তুলে ধরেছেন। তারা সকলেই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচারের ও কুৎসা রটনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ ও আন্দোলনের অঙ্গীকার করেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন