বিএনপির নেক্সট চ্যালেঞ্জ!

পিনাকী ভট্টাচার্য

চাটগাঁ নিউজ ডেস্ক : বিএনপির নেক্সট চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন আলোচিত অনলাইন একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

আজ ২ মার্চ (রবিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য লিখেন, বিএনপির নেক্সট চ্যালেঞ্জ দলের ভিতরের আল্ট্রা রাইট আর ছাপড়ি লেফটের ভিন্নমুখী বয়ান একোমোডেইট করা।

এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। তবে অনেকে ধারণা করছেন, ডানপন্থী নেতাকর্মীদের ধর্মীয় চিন্তাধারার কথা এবং বামপন্থী নেতাকর্মীদের চিন্তাধারার একটি বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে বিএনপি। কারণ বিএনপিতে এই দুই গ্রুপের উপস্থিতি রয়েছে। একই সাথে তিনি ছাত্রদের নতুন জাতীয় নাগরিক পার্টির ধর্মীয় চিন্তাধারার দিকেও ইঙ্গিত করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top