নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে দেশে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নেতা কর্মীরাও বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২০২৬ এর চ্যালেঞ্জ মোকাবিলা করা বিএনপির পক্ষে সম্ভব না। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এ আন্দলোন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না, মানুষের চাকরি থাকবে না, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে।
ওই সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ গর্ত থেকে উঠে এসে মানুষকে আন্দোলনে জড়িয়ে দিবে। ওই সুযোগে শেখ হাসিনা টুপ করে আবার দেশে ঢুকে পড়বে।
তখন আন্তর্জাতিক চাপের কাছে বিএনপি নত হয়ে পড়বে। দেশীয় আন্দোলনে দিশেহারা হয়ে বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আঁতাত করে পালাবে। আর তখন দেশে আবারো ফিরে আসবে ভারতীয় আধিপত্য। বিগত ১৬ বছর যেভাবে বাংলাদেশকে পরিনত করে ছিল ভারতীয় উপনিবেশে।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন