চাটগাঁ নিউজ ডেস্ক: কুমিল্লার আলোচিত সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা সাবেক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসিন বাহার সুচনার বিরুদ্ধে মানি লন্ডারিং, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাব জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এসব অ্যাকাউন্টে থাকা মোট ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি সূত্র জানায়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন গ্রহণ ও হুন্ডির মাধ্যমে অর্থ আদান-প্রদান এবং বিভিন্ন দেশে অর্থ পাচারে জড়িত।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত গত (৮ জুলাই) এসব ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন।
জানা গেছে, আ ক ম বাহাউদ্দিন বাহার, পিতা- মৃত আব্দুস সালাম এবং তাহসিন বাহার সুচনা সুনির্দিষ্ট পরিকল্পনায় দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে বিদেশে পাচার করেছেন।
সিআইডি জানিয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত অব্যাহত রয়েছে। অচিরেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ