চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে অটোরিকশা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সী।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে অটোরিকশা প্রতীক নিয়ে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৩৬ ভোট।
এছাড়া আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাদুর রশীদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪৫৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম বখতেয়ার উদ্দিন চৌধুরী টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাইমুনুর রশীদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৯৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ শত ৬ ভোট।
এর আগে শনিবার সকালে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তৌহিদুল (২০) নামে এক যুবক। এইসময় তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন