বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, চুয়েটের এক শিক্ষার্থী বহিষ্কার

রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবহন বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে যন্ত্রকৌশল বিভাগের এক ছাত্রকে দুই টার্মের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে। একই সাথে চুয়েটের যেকোন ধরনের যানবাহন (অ্যাম্বুলেন্স ব্যতীত) ব্যবহারের ক্ষেত্রে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

বহিষ্কারাদেশ পাওয়া এই শিক্ষার্থীর নাম প্রানেশ চৌধুরী। চুয়েটের ২১ ব্যাচের নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অন্যান্য বিষয় বিবেচনা এই শাস্তি প্রদান করা হয়।

সোমবার (১০ মার্চ) এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি সবদিক বিবেচনা করে এই শাস্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির ৭নং ধারা অনুযায়ী
ইচ্ছা করলে ওই ছাত্র একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে আগামী ১৫ দিনের মধ্যে উপরোক্ত শাস্তির বিষয়ে আপিল করতে পারবে। তবে আপিলের আবেদন জমা দিলেও এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রদত্ত শাস্তির আদেশ চলমান থাকবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ

Scroll to Top