বালু উত্তোলনে বাধা দেওয়ায় জেলেকে সাগরে ফেলে দিল দস্যুরা

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস (৩২) নামের এক জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারী দস্যুরা। এই ঘটনায় বালু উত্তোলনকারীরা লিটন দাস নামের আরো এক জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।

সমুদ্র ফেলে দেওয়া নিখুঁজ জেলেকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিড়ে যায়। এ বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজার থেকে মাথায় আঘাত করে ধাক্কা দিয়ে সাগর ফেলে দেওয়া হয় রাম দাশকে। আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা। সাগরে নিখোঁজ স্বামী রামদাসকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন পাঁচ বছরের কন্যা সন্তান পল্লবী দাসকে নিয়ে স্ত্রী কনিকা দাস।

এই সময় তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহরণ হওয়া লিটন জলদাসকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামক বাল্কহেডটিকে আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top