বালি উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনিক অভিযান জোরদার করা হবে

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভা উপজেলা সম্মেলন কক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। বেতাগীসহ উপজেলার যত্রতত্র অপরিকল্পীত বালি উত্তোলন এবং অবৈধ বালি পাচার বন্ধে প্রশাসনিক অভিযান জোরদার করা হবে। এছাড়া আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. শরমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অদিতি দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শিবলু দাশ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, পল্লী বিদ্যুৎত অফিসের প্রতিনিধি কাউছার আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রকৌশলী কাজী জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মমর্তা তপন দেওয়ান, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি ইয়াছিন আরফাত আলী, শাহিল আরমান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিনিধিবৃন্দ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top