বার্মা সবুজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ  চট্টগ্রাম নগরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সবুজ প্রকাশ বার্মা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও বেশি মামলা রয়েছে। 

গ্রেপ্তার মো. সবুজ নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ, সাইফুল, ফাহিম—তিন ভাই। তাদের সবারই রয়েছে নিজস্ব বাহিনী। সবুজ পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তার ভাই সাইফুল নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। গত ১১ অক্টোবর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই বহিষ্কার করা হয়।

এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে চাঁদা না পেয়ে খুলশী থানার কর্ণফুলী কাঁচাবাজারে সামনের রেললাইনে বসা দুই দোকানি আলাউদ্দিন ও রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাইফুল ও সবুজের দলের লোকজন।

গত ২৯ অক্টোবর দুপুরে বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকায় সাংবাদিক হাউজিং সোসাইটি রোডে বার্মা সাইফুল ও তার ভাই সবুজ গ্রুপের সাথে নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

উল্লেখ্য, সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ২০২১ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top