চাটগাঁ নিউজ ডেস্ক : হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পুনঃনির্মিত মসজিদের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।)
এতে অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি ছৈয়দ মোহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, মোস্তফা হাকিম পরিবার ও তাহের গ্রুপের চেয়ারম্যান এমএ তাহের, আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী ছৈয়দ মিনহাজুল আনোয়ার।
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদের খতিব কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল মান্নান, রফিক আহমেদ, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী ছৈয়দ গোলাম রহমান, ছৈয়দ মোহাম্মদ আবদুর রহমান, আবদুল মালেক, গোলাম মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ হারুন, সুলতানুর রহমান খান, রেজাউল করিম, আবদুল আউয়াল, আবদুল বাতেন, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আবদুল মান্নান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল হোছাইন, নাত পরিবেশন করেন মোহাম্মদ জুনায়েদ, আলোচনা করেন ছৈয়দ মোহাম্মদ মিনহাজুল আনোয়ার সহ অন্যরা।
মসজিদ উদ্বোধনের পূর্বে খতমে কোরানে পাক, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর কোরআন, নবীজির হাদিস ও পীর আউলিয়াদের দেখানো পথ ধরে আমাদের সব কার্যক্রম ও সেবা পরিচালিত হয়। আমরা যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত ও দুর্গত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমাদের সব সেবা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি বিধানের জন্য। এতে দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমাদের নেই। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
চাটগাঁ নিউজ/এসএ