পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর বায়েজিদ থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি চাটগাঁ নিউজ কে নিশ্চিত করেছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতে নগরীর বায়েজিদ থানাধীন মোজাফফর নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নেজাম উদ্দিন নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার প্রয়াত রহমত উল্লাহর ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চাটগাঁ নিউজ বলেন, নেজাম উদ্দিন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৫টিতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তার। এসব পরোয়ানামূলে তাকে সোমবার ভোররাতে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসবিএন