দুই ঘণ্টার চেষ্টায় নিভেছে জুতার কারখানার আগুন

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় একটি বিদেশি জুতার ইনসোল তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ৯টি ইউনিটের প্রায় দু’ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা চাটগাঁ নিউজ কে বলেন, ৯টি ইউনিটের প্রায় দু’ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। এটি একটি কোরিয়ান জুতার ইনসোল তৈরির কারখানা। ওই কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে জুতার অনেকগুলো ইনসোল ছিল। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ওই কারখানায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। শুক্রবার হওয়াতে তেমন শ্রমিকও ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top