পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ আতর ওয়ালা গলি এবং হালিশহর থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ ফোরকান উদ্দিন রাব্বি (২৭) এবং মোঃ আবুল হোসেন (৩৬)।
এসময় তাদের হেফাজত থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (খ) ধারায় মামলা করা হয়েছিলো। পুলিশ জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন