বাবার বকাঝকা শুনে তরুণের আত্মহত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় রিয়াদ নামের ১৮ বছরের এক তরুণ আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন না‌জির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আত্মহত্যা করা রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টারে বাড়ির ওসমানের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা তাকে বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌ফিক। তিনি বলেন, খবর পেয়ে চট্টগ্রাম মে‌ডিকেলে আমাদের টিম পাঠানো হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা যাচ্ছে। প্রা‌থমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হলেও ময়নাতদন্তের পর বিস্তা‌রিত জানা যাবে।ৎ

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top