বান্দরবানে উপজেলা নির্বাচন থেকে সরলেন আওয়ামীলীগ প্রার্থী

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একেএম জাহাঙ্গীর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুকে এক ক্ষুদে বার্তায় তিনি লিখেন, আজ থেকে তার পক্ষে নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়েছে। এ নিয়ে সার্বিক পরিস্থিতি তিনি পরে সাংবাদিকদের অবহিত করবেন বলেও জানিয়েছেন।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। দলের অসহযোগিতা, প্রচারণায় দলীয় নেতাকর্মীদের অনীহা ও নানামুখী হুমকির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে সাংবাদিকদের জানান।

এসময় একেএম জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, নির্বাচনে আমি দল থেকে কোন ধরনের সহযোগিতা পাচ্ছি না। তার ওপর নানাভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকার ছয়টি ইউনিয়নে আমাকে না যেতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তার সমর্থিত নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি চাটগাঁ নিউজকে জানান, এবারের উপজেলা নির্বাচনে দলীয় কোন প্রার্থী নেই। তাছাড়া কেন্দ্রের নির্দেশে কোন প্রার্থীর পক্ষেই নেতাকর্মীরা কাজ করছে না। একেএম জাহাঙ্গীর যে ঘোষণা দিয়েছেন এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। গত পাঁচ বছর তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। দলীয় নেতাকর্মীদের সাথে তিনি কি ধরনের সম্পর্ক রেখেছেন এটি তিনিই ভাল জানেন। নির্বাচনে দলীয় অনেক নেতাকর্মীই প্রতিদ্বন্দ্বীতা করছেন। কারো পক্ষেই দলের সিনিয়ররা কাজ করেনি। এখন তিনি হুমকির কথা বলছেন দলীয় সহযোগিতার কথা বলছেন এটি আমাদের বোধগম্য নয়।

উল্লেখ্য, একেএম জাহাঙ্গীর বর্তমানে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা এবার বান্দরবান সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেয়েছিলেন। সদর উপজেলায় এবার তার সাথে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল কুদ্দুস। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top