পড়া হয়েছে: ১৮
চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের বান্দরবান লামায় পাহাড় কাটার দায়ে ফয়সাল আহমদ (২২) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ফয়সাল আহমেদ রাজশাহী জেলার পুঠিয়া এলাকার হাসমত আলীর ছেলে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা নামক স্থানে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে ফয়সালকে হাতেনাতে ধরা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন