বান্দরবান জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মিরপুর মডেল থানা-২ এ নিয়ে আসা হয়েছে তাকে। দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুদক অফিসে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্ত্রী স্কুল শিক্ষিকা সীমা দাশের মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয়ে মিরপুর মডেল থানা-২ এর পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে।

বান্দরবান জেলা পুলিশ এবং পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে দুদক আইন এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে বান্দরবান ত্যাগ করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top