বান্দরবানে ৮১ জন রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।

সোমবার সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদের আটক করেন।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে আটক করেন। আটককৃত রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করার ক্রিয়া চলছে।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এসএ

Scroll to Top