বান্দরবানে ৮০ লাখ টাকার আফিমসহ আটক ২

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম নিষিদ্ধ আফিমসহ দুই যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জব্দকৃত আফিমের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৫ এপ্রিল) রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ম্রংখ্যয়ং পাড়ার মৃত বদলা ত্রিপুরার ছেলে গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮)। অপরজন রুমা সদর ইউনিয়নের সালেম পাড়া গ্রামের শক্তি ত্রিমথি ত্রিপুরা (৪৫)।

পুলিশ জানায়, নিষিদ্ধ আফিম পাচারের গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে আফিমসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top