বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি: স্ত্রীকে হত্যার দায়ে কামাল উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (৯ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুন পাল এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এসময় ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্ডিত কামাল উদ্দিন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্বচাম্বি ডিগ্রিখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল আসামী কামাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড এবং ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে রায় দেন।

Scroll to Top