বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমের কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় শিকারি বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার সাইনবোর্ড এলাকার মো.আলামিনের ছেলে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদমের দুর্গম কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়াতে গিয়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নিয়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গায়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন। এ ঘটনায় কয়েকজন আটক হয়েছেন।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, পুলিশ প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো-এর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় নিহত ত্বহা বিন আমীনকে উদ্ধার এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি লাশের খবর পাওয়ার পর সেখানে আলীকদম থানা থেকে পুলিশ গিয়েছে। ঘটনাটি নিজেদের মধ্যে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন