বান্দরবান প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবানে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র সমাজ।
রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলা পদায়ন বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বান্দরবান একটি সম্প্রীতি ও পর্যটন জেলা। এখানে কেন বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যাক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে। তার মানে কি এ জেলায় সকল কর্মকর্তারা নানাভাবে অপরাধী নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা।
আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলি বাতিল এবং আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য বদলি বান্দরবানে না হয় সেদিকে জেলার সকল উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি উশৈহ্লা মারমা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন