বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে আগুন লাগার ঘটনায় দোতলার চেরাং ঘরটি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় লামা পৌরসভায় অবস্থিত বৌদ্ধ বিহারটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে।
ধারণা করা হচ্ছে চেরাং ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অনেকে জানান বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। আগুনের সংবাদ পাওয়া মাত্র চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া লামা ফায়ার সার্ভিস, লামা উপজেলা আনসার-ভিডিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে চাম্পাতলী বৌদ্ধ বিহারের পৃষ্ঠপোষক বাবু অংথোয়াইহ্লা মার্মা বলেন, আমরা সবাই বিহারে পূজার্চনা করছিলাম। কিভাবে আগুন লেগেছে জানিনা। বড় ক্ষতির হাত থেকে বৌদ্ধ বিহার রক্ষা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন চাটগাঁ নিউজকে বলেন, সংবাদ পাওয়ার ৫/৭ মিনিটের মধ্যে আমাদের টিম দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ১২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নূরে আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাটগাঁ নিউজ/এসবিএন