বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে সর্বমোট ১ জন চালকসহ ৫৭ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সাড়ে ৭ টায় বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেনের আদেশের প্রেক্ষিতে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সিভিল সার্জন মো.মাহাবুবুর রহমান জানান, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিন জনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আটককৃতরা হলেন, রুমার ইডেন পাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।
উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচির ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা হয়েছে। কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ ২০ জন মহিলা ও ৩৮ জন পুরুষসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন