চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য এলাকা বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রীপাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
আহত উমে প্রু মারমা ওই এলাকার রুমেল তঞ্চঙ্গার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, ওই এলাকাটি জনসংহতি সমিতির নিয়ন্ত্রণাধীন। আহত উমে প্রু মারমা রবিবার (১২ জানুয়ারি) ওই পাড়ায় একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। বাসা থেকে পরদিন (সোমবার) সকালে খামারবাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রবিবার বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান। সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন। সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে।
চাটগাঁ নিউজ/জেএইচ