বান্দরবানে ট্রাক চাপায় তিন বাইক আরোহির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক:  বান্দরবানের আলীকদমে ডাম্প ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল।

নিহতরা হলেন- ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মো. মাসুকের ছেলে মো. বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫) এবং বাজার পাড়ার মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮)।

প্রত্যক্ষদর্শী পাখী বেগম বলেন, আলিকদম থেকে দুটি ট্রাক প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার (ল-১১২৩৮৮) ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছেন। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার প্রচেষ্টা চলছে। নিহতদেরকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/ইউডি  

 

Scroll to Top