বান্দরবানে জমির বিরোধে প্রাণ গেল একজনের

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বান্দরবানের লামা উপজেলার সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ প্রক্রিয়াও চলমান রয়েছে। দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। তাদেরকে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো. ওসমান নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, উভয় পক্ষের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ চলমান রয়েছে। তবুও দুই পরিবারের মধ্যে হঠাৎ করে মারামারির পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানের মৃত্যু হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মারামারির সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের তথ্য ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top