বান্দরবানে গোসলে নেমে ২ মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) ও মোহাম্মদ হোসেনের ছোট ভাই মোঃ ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। একজন ক্যাংগারবিল নূরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। অপরজন ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতের পিতা মোহাম্মদ হোসেন ও মোঃ ইউনুচ জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের মেয়েও বাঁধের পানিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খালের পানি গভীর হওয়ায় তারা তলিয়ে গেছে।

এ সময় অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানায় পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top