বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদরের ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকার একটি বাগানবাড়ী থেকে গলায় ফাস দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের এর বাসিন্দা বাবুল দে’র পুত্র হৃদয় দে। হৃদয় দে (২১) প্রায় সময়ই নেশাগ্রস্থ অবস্থায় জীবনযাপন করতো। গত রাতে নেশার টাকার জন্য হৃদয় দে’র সাথে তার বাবার বাকবিতন্ডতা সৃষ্টি হয়। পরে হৃদয় টাকা জোগাড় করতে না পেরে অভিমান করে পাড়া প্রতিবেশির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে এবং রাত ২টার দিকে নির্জন বাগানবাড়ীতে গিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলে একটি বাড়ীর সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে ভোরে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম জেলা সদরের ৮নং ওয়ার্ডের বাগান বাড়ীটি থেকে হৃদয় দে’র লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হৃদয় দে নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করার পর আইনগত কার্যক্রম পরিচালনা করছে পুলিশের একটি টিম।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন