চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে রুমা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যম্বওয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়াবাসীরা জানায়, সোমবার ভোর সাড়ে ৫টা থেকে পরিবারের লোকজন নিত্যদিনের মতো বাগান ও জুমে কাজের জন্য চলে যায়। সকাল ৭টার দিকে ঘর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই সময় পাড়ার অনন্য পরিবারের লোকজনও তাদের বাগান ও জুমে কাজ করতে চলে গিয়েছিল। খবর পেয়ে কাজের থেকে ফিরে এসে যখন দেখে, তখন ঘর পুড়ে সব শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত উচহ্লা মার্মা বলেন, আমার সব সহায়-সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে নগদ ১২ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি কি করব, আমার উপরে আকাশ আর নিচে মাটি।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে দরকারি জিনিস হিসেবে হাড়ি পাতিল ও চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাছাড়া প্রয়োজনীয় সহযোগিতা পেতে বিষয়টি বিস্তারিতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসকে জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






