পড়া হয়েছে: ১২
চাটগাঁ নিউজ ডেস্কঃ বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় তিন উপজেলায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসি সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবান বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলছে। তাই ৮মে থেকে শুরু হওয়া নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক লুটসহ ব্যাংক ম্যানেজারকে অপহরন করে কেএনএফ সদস্যরা। এর পর থেকে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ৩ উপজেলায়।
চাটগাঁ নিউজ/এসবিএন