বান্দরবানের লামায় পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি: ভারী বৃষ্টির জন্য বান্দরবানের লামা উপজেলার রিসোর্টগুলোতে ভ্রমন নিষেধাজ্ঞার ছয় দিন পর প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক থাকায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করে উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির বৈঠকের পর সিন্ধান্ত মোতাবেক লামা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামায় সকল পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে লামা উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটি। পরে বৈরী আবহাওয়া কেটে গেলে সকল পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুরোধ করেন ব্যবসায়ীরা।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা। তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় পর্যটকদের আগমনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটি। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সকলেই সারাদেশ থেকে আগত পর্যটকদের বরণ করতে প্রস্তুত রয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top