চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের একটি ঘরের ছাদ থেকে মেছোবাঘের তিনটি ছানা উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার সন্ধ্যায় ঘরটির ছাদের ওপর থাকা লাকড়ির স্তূপে মেছোবাঘের এসব ছানা পাওয়া যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তির ঘর থেকে মেছোবাঘের ছানাগুলো উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঘরের ছাদে থাকা লাকড়ির স্তূপের ভেতরে এসব ছানা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়। এরপর বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ওই ঘরে গিয়ে মেছোবাঘের ছানাগুলো উদ্ধার করে।
বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, উদ্ধার করা তিনটি ছানা তাঁর কার্যালয়ে রাখা রয়েছে। আজ রোববার দুপুরে এসব ছানা বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারের পর খাবার হিসেবে মেছোবাঘের ছানাগুলোকে দুই কেজি মুরগি, কিছু মাছ ও এক কেজি গরুর দুধ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ