পড়া হয়েছে: ২৬
সিপ্লাস ডেস্ক: অ্যাপলের নতুন আইফোন লাইনআপ আসছে আগামী ১২ সেপ্টেম্বর। ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল উন্মোচন করা হবে।
জানা গেছে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে। মূলত টাইটানিয়াম চেসিস ও উন্নত ক্যামেরার কারণে এ দাম বৃদ্ধি হচ্ছে। গ্যাজেট ৩৬০।
বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫-৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।