বাজেভাবে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: লক্ষ্য ছিল কঠিন। তবে ঘরের মাঠে অসম্ভব বলে কিছু ছিল না। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। আয়ারল্যান্ডের কাছে বাজে হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮১ রান করে আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে করে ১৪২ রান।

ব্যাট হাতে বাংলাদেশের প্রথম চার ব্যাটার তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস ও সাইফ হাসান ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। একাই খেলেছেন বলতে গেলে তাওহিদ হৃদয়। খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৩ রানের ইনিংস। ৫০ বলের ইনিংসে তিনি হাঁকান সাতটি চার ও তিন ছক্কা।

জাকের আলী করেন ১৬ বলে ২০ রান। ১৩ বলে ১২ রান করেন শরিফুল। রিশাদ ও নাসুম রানের খাতাই খুলতে পারেননি। ১৩ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল‍্যান্ডের সফলতম বোলার ম‍্যাথু হামফ্রিজ। ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনিই।

এর আগে, টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই খোলস ছেড়ে আক্রমণে যায় আয়ারল্যান্ড। মাত্র ৪.২ ওভারে ৪০ রানের ওপেনিং জুটি গড়ে দলকে ভালো ভিত্তি দেন পল স্টার্লিং ও টিম টেক্টর।

স্টার্লিং ১৮ বলে ২১ রান করে ফেরেন। কিন্তু অন্যপ্রান্তে টেক্টর খেলেন ১৯ বলে ছয় চারের দারুণ এক ৩২ রানের ইনিংস। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন হ্যারি টেক্টর। শুরু থেকে আস্থায় ভর করে খেলতে থাকা এই ডানহাতি ব্যাটার ৪৫ বলে পাঁচ ছক্কা ও এক চারে করেন অপরাজিত ৬৯ রান।

মাঝে লরকান টাকার যোগ করেন ১৮ রান। আর কার্টিস ক্যাম্ফার খেলেন ১৭ বলে এক ছক্কা ও তিন চারের প্রাণবন্ত ২৪ রানের ইনিংসটি।

বাংলাদেশি বোলাররা এদিন কিছুটা খরুচে ছিলেন। তানজিম সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ২ উইকেট। শরিফুল ইসলাম ৪০-এর ওপর রান খরচ করে পান ১ উইকেট। রিশাদ হোসেন লেগ স্পিনে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। নাসুম আহমেদ উইকেটশূন্য থেকে ৪ ওভারে দেন ৩৭ রান। মোস্তাফিজুর রহমান সবচেয়ে কৃপণ ছিলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান, যদিও উইকেট পাননি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top