পড়া হয়েছে: ৩১
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট বাজার থেকে মো. ইমাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইমাম জানান, তিনি তার ডিসকভার মোটর সাইকেল বাজারের মাঝখানে বটগাছের তলে রেখে বাজার করতে যায়। বাজার করা শেষে এসে দেখেন তার গাড়িটি নেই। অনেক খোঁজাখুজি করেও তা আর পাননি তিনি।
গাড়ির বর্ণনাঃ গাড়ীর রং- নীল, গাড়ীর নাম্বার চট্ট মেট্টো-হ- ১৭-৫০৯১, ১২৫ সিসি, গাড়ীর ইঞ্জিন নং-JZYWJC27274, চেচিস নং- MD2844BY4JWC87152.
কেউ গাড়িটির সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে জানান ইমাম।
গাড়িটা পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।