বাঙ্গালহালিয়ায় বৌদ্ধ বিহারের গুরু পূজা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথেরের ৮ষ্ট তম আচারিয়া(গুরু) পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের প্রতিবছরের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষগণ, উপস্থিত ছিলেন সাবেক বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,উক্যচিং চৌধুরী,তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘগন। অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দগন গুরু ভান্তে কে দাননীয় সামগ্ৰী উপহার দেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top